![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ নরসিংদীতে ঢাকা-সিলেট
মহাসড়কে মৃত্যুর মিছিল। শুক্রবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল নয়টি তাজা
প্রাণ।
এর মধ্যে সকাল
সাড়ে ৭টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই মোটরসাইকেলের
চার আরোহী নিহত হন। তারা হলেন- ইয়ামিন (১৯), সোহাগ (২২), ডালিম (৩২) ও হাসেন (৩২)। তাদের ঠিকানা পাওয়া যায়নি।
এরপর দুপুরে
সদর উপজেলার শাহী প্রতাপ এলাকায় মাইক্রোবাস চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী
আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বিরামপুর গ্রামে।
সর্বশেষ বিকেল ৩টার
দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী উপজেলার চুনপাড়ায় অটোরিকশা এবং প্রাইভেটকারের
মুখোমুখি সংঘর্ষে নিহত হন আবুল হাশেমসহ (৪০) আরো তিনজন। বাকি দু'জনের নাম জানা
যায়নি। সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত
করেছে।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: