![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ শ্বশুর ও
আত্মীয়-স্বজনদের নামে সরকারি প্লট বরাদ্দ দেয়ার অভিযোগে করা মামলায় ভূমি
মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে
রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। এতে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল
আলম।
বিষয়টি নিশ্চিত
করে দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জাগো নিউজকে জানান,
কুতুব উদ্দিন সরকারি কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও ভুয়া
আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের
নামে বরাদ্দ করেন। এ অভিযোগে গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মির্জা
জাহিদুল আলম রোববার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন,
এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকের
অনুসন্ধান পর্যায়ে রয়েছে।
0 facebook: