09 April 2018

পতাকা উড়ছে জ্বলছে আগুন


স্বদেশবার্তা ডেস্কঃ রাত পৌনে ১২টাঅন্যান্য স্বাভাবিক দিনগুলোতে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিনপতন নীরবতা নেমে আসলেও আজ গভীর রাতেও ক্যাম্পাস উত্তালচারুকলার সামনে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী গলা ফাটিয়ে শ্লোগান দিচ্ছে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে নামিছিলকারীদের সামনে জ্বলছে আগুনটিয়ারসেলের ঝাজ থেকে বাঁচতে ওরা টায়ার ও পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে রেখেছে


আন্দোলনকারীদের মধ্যে একটি ছাত্র লাল সবুজ পতাকা উঁচিয়ে ধরে আছেনআগুনের আলোতে জ্বলজ্বল করে উঠছে আর বাতাসে পতপত করছে পতাকাটিশাহবাগ থানার সামনে সারিবদ্ধ করে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা সিনিয়র অফিসারদের নির্দেশের অপেক্ষায়পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের একজন ঊধ্বতন কর্মকর্তা মাইক হাতে বারবার আন্দোলনকারিীদের পিছু হটতে বললেও কিছুতেই পিছু হটতে রাজি নয় তারাএ সময় পুলিশ সাঁজোয়া যান ও জলকামান নিয়ে ধাওয়া করে আন্দোলনকারিীদের চারুকলার সামনে থেকে পিছু হটিয়ে দেয়তবে আন্দোলনকারীরা কিছুক্ষণের মধ্যেই আগের স্থানে ফিরে এসে আবার শ্লোগান দিতে থাকে


শেয়ার করুন

0 facebook: