![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ প্রশ্নপত্র
ফাঁসকে মামুলি ব্যাপার মনে করে না চীন সরকার। তাই প্রশ্ন ফাঁস ঠেকাতে অত্যাধুনিক ব্যবস্থার আয়োজন
করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে,
পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্রের নিরাপত্তায়
সর্বোচ্চ বাহিনী সোয়াত মোতায়েন। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র ও প্রশ্নপত্র পাহারা দেয় তারা।
কেন্দ্রে
প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি জিপিএসের মাধ্যমে ট্র্যাক করা হয়। পরীক্ষার হলে নকল প্রতিরোধে রয়েছে আরও কড়া নিরাপত্তা
ব্যবস্থা। কোনো ছাত্র নকল করছে কিনা তা
ধরতে মাথার উপরে ঘোরাফেরা করে ড্রোন।
এ ছাড়া পরীক্ষা
কেন্দ্রের চারপাশেও ঘোরাফেরা করে ড্রোন। কোনো রেডিও সিগন্যাল পরীক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে কিনা
সেটি সহজেই বুঝতে পারে ড্রোন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: