ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে শপথ পড়াবেন।
শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মুহম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শপথের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন রাষ্ট্রপতি।
এর আগে শপথের জন্য ১৫ এপ্রিল দিন রাখা হলেও তার এক দিন আগে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার কথা জানানো হল। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মুহম্মদ আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি।
মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: