20 May 2018

স্ত্রীর নামের বানান ভুল করলেন ট্রাম্প!


আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার বাড়ি ফিরেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পআর তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকিন্তু ওই টুইট নিয়েই শুরু হয় যত আলোচনা-সমালোচনাআর এই আলোচনা-সমালোচনার কারণ হচ্ছে ট্রাম্প তার টুইটে নিজের স্ত্রী মেলানিয়ার নামের বানান ভুল করেছেনখবর সিএনএনের

ট্রাম্পের স্ত্রীর নামের বানান ‘melania’কিন্তু ট্রাম্প লিখেন ‘melanie’পরে সেটি নিয়ে হাস্যরসের উদ্রেক হলে ওই টুইট এডিট করে আবারও পোস্ট করেন ট্রাম্পট্রাম্প তার টুইটে লিখেন, আমাদের চমৎকার ফার্স্ট লেডি হোয়াইট হাউজে ফিরে এসেছেনমেলানিয়া সুস্থবোধ করছেন এবং ভালো আছেনআপনাদের দোয়া ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ

ফার্স্ট লেডির অফিস জানিয়েছে, সোমবার হাসপাতালের কার্যক্রম শেষে শনিবার হোয়াইট হাউজ ফিরেছেন তিনিফার্স্ট লেডির যোগাযোগ পরিচালক স্টেফানি গ্রিসহ্যাম বলেন, আজ (শনিবার) সকালে ফার্স্ট লেডি হোয়াইট হাউজে ফিরেছেনতিনি এখন বিশ্রাম নিচ্ছেন এবং উৎফুল্ল আছেনআমাদের অফিসে ফার্স্ট লেডির সুস্থতা কামনা করে হাজার হাজার কল ও ইমেইল পেয়েছিএ জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই কিডনি জটিলতা নিয়ে ওয়াল্টার রিড জাতীয় সামরিক মেডিকেল সেন্টারে সোমবার চিকিৎসা নেন মেলানিয়া ট্রাম্পওইদিন গ্রিসহ্যাম জানিয়েছিলেন, ফার্স্ট লেডিকে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে কেলেঙ্কারি নিয়ে এমনিতেই টালমাটাল ট্রাম্প-মেলানিয়ার সংসারমিডিয়ার খবরে জানা যাচ্ছে, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দূরত্ব রেখে চলছেনএরমধ্যে ট্রাম্পের নতুন কাণ্ড আগুনে ঘি ঢালে কিনা এখন সেটিই দেখার বিষয়


শেয়ার করুন

0 facebook: