19 June 2018

পদত্যাগ করেছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্কঃ পদত্যাগ করেছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতিতার পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোটের সমাপ্তি ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিএরপর তিনি  পদত্যাগের ঘোষণা দেনহিন্দুস্তান টাইমসের এক খবরে এ কথা বলা হয়েছেএতে আরো বলা হয়েছে, জম্মু ও কাশ্মির হলো উগ্রপন্থিদের দ্বারা আক্রান্ত রাজ্যসেখানে মাহবুবা মুফতি পদত্যাগের ঘোষণা দেয়ায় রাজনৈতিক সঙ্কট তীব্র হয়ে উঠতে পারে। 

ওই রাজ্যে বিজেপি ও পিডিপি জোট গঠন করে সরকার গঠন করে ২০১৫ সালে ওই সময়ে সেখানকার বিধানসভা নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হয়

জোট গঠন হলেও তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আদর্শগত বিভক্তি ছিলএপ্রিলে বাকারওয়াল এলাকায় মুসলিম সম্প্রদায়ের ৮ বছর বয়সী একটি কন্যাকে গণধর্ষণ করা হয়এরপর তাকে হত্যা করা হয় কাটুয়া জেলায়এ ঘটনাকে কেন্দ্র করে ওই সময় জোটের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়


শেয়ার করুন

0 facebook: