20 June 2018

আরবি না শিখে সৌদি যাওয়া যাবে না


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে মোট নারী কর্মীর সংখ্যা দুই লাখের মতোসেখান থেকে মাত্র চার হাজার নারী কর্মী নির্যাতিত হয়ে ফেরত আসা বড় সমস্যা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজীবুর রহমানমঙ্গলবার (১৯ জুন) দুপুর আড়াইটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি প্রবাসী শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন

তবে আগামীতে যাতে কোনো নারী কর্মী এরকম নির্যাতিত হয়ে ফেরত না আসেএ বিষয়ে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবশুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী ও নারী শ্রমিকদের সমস্যা-সম্ভাবনার কথা শোনেন তিনি

নাটোরের নীলুফা ইয়াসমীন ভিডিও কনফারেন্সে জানান, গত ৪ এপ্রিল তিনি সৌদি আরবে গেছেন৪০ হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে তিনি সৌদিতে যানতিনি যেতে চাননিসৌদিতে না গেলে মামলা দেবেন এ হুমকি দিয়ে দালাল তাকে জোর করে পাঠানসৌদিতে যাওয়ার পর এক বাসায় কাজ শুরু করেনকিন্তু সে বাসা থেকে তাকে বেতন দেওয়া হয় নাঅন্য বাসায় যেতে চাইলে মালিক বলেন, আমি তো তোমাকে কিনে নিয়েছিএরপর নির্যাতন শুরু করেনকয়েকদিন হলো তিনি সৌদি আরবে বাংলাদেশ অ্যাম্বাসিতে আশ্রয় নিয়েছেনএখন ওই নারী দেশে ফিরতে চান

শাহিনা পারভীন বলেন, ‘আমি কয়েক বাসায় কাজ করার পর সবশেষ অন্য একটি বাসায় কাজ নিয়েছিকিন্তু গত চার মাসে কোনো বেতন পাইনিআমার বাবা ক্যান্সারের রোগীবাবার চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবেতারপরও বেতন দিচ্ছে না

মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি দেশে ফিরতে চাইকিন্তু আমার কাছে দেশে ফেরার কোনো টাকা নেই

আব্দুস শহীদ নামে এক প্রবাসী বলেন, ‘১৫ দিন হলো আমি সৌদি আরবে এসেছিআহমেদ আল মাদানি নামে একটি কোম্পানিতে ১২০০ রিয়াল বেতনে কাজ করতে যাইভিটেমাটি বিক্রি করে ৪ লাখ টাকা দালালের হাতে তুলে দিইসৌদিতে আসার পর ওই কোম্পানিতে কাজ মেলেনিআমি মসজিদে ছিলাম কয়েকদিনসেখান থেকে কয়েকদিন পার্কে পার্কে রাত কাটিয়েছি

কান্নায় ভেঙে পড়ে প্রবাসী ওই শ্রমিক বলেন, ‘আমি নিঃস্ব, সব বেচে এসেছিএখন কী করব বুঝতে পারছি নাতিনি প্রবাসী সচিবকে অনুরোধ করে বলেন, ‘আপনারা উদ্যোগ নেনকেউ যাতে ফ্রি ভিসা আর সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদিতে না আসতে না পারেন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা হলো পাসপোর্ট সমস্যাএটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবেআগামী ২১ জুন ই-পাসপোর্টের কার্যক্রম চালু হবেসেটা যাতে সৌদি আরবে প্রথম চালু হয় সে জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে আমি অনুরোধ করব

নারী কর্মীদের সমস্যার ব্যাপারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়েছেন যাতে বিদেশে নারী কর্মীরা ভালো থাকেনআগামীতে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছেসেই অনুযায়ী মন্ত্রণালয় কাজও করছে

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি বলেন, ‘নির্যাতিত নারীরা যখন দেশে ফিরছিলেন তখন বিমানবন্দরে নিজে তাদের সঙ্গে কথা বলেছিএতে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সৌদিতে যাওয়ার আগে তারা আরবি ভাষা শেখেনিকোনো কাজও শেখেনিমালিকরা যখন তাদের আরবি ভাষায় কাজের কথা বলেন তখন তারা ভাষা বুঝতে পারেননিএ কারণে তারা মারধরের শিকার হয়েছেনমার খাওয়ার পর তারা বলেছেন, আমি আর থাকব নাতখন মালিকরা বলেছেন, কেন তুমি চলে যাবে? আমি তো তোমাকে কিনে নিয়েছি

নমিতা হালদার বলেন, ‘সব বিষয় জেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে কোনো নারী কর্মী আরবি ভাষা না শিখে সৌদি যেতে পারবেন নাভাষা শিখে পরীক্ষায় পাস করেই কেবলমাত্র যেতে পারবেনপাশাপাশি তাদের কাজও শিখতে হবে


শেয়ার করুন

0 facebook: