21 June 2018

আর্জেন্টিনা গেট দিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবে না ব্রাজিল সমর্থক


স্বদেশবার্তা ডেস্কঃ বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দু'দেশ ব্রাজিল ও আর্জেন্টিনাবিশ্বের বিভিন্ন দেশের মতো এই দুই দেশের ফুটবলের অসংখ্য দর্শক রয়েছে বাংলাদেশেওমাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ দেখা যায় সমর্থকদের মাঝেওপ্রতি বার বিশ্বকাপ শুরু হলেই দুই দলের সর্মথকদের মধ্যে দেখা যায় নানা কাণ্ডএবার নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন নামে আর্জেন্টিনার এক সমর্থকও তেমনই কাণ্ড করেছে।  

আগামীকাল শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন পাপনবিয়ের জন্য তিনি নিজ বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দিয়ে বিশাল বিয়ের গেট তৈরি করেছেনযা দেখে অবাক এলাকাবাসীগেট দেখতে আশেপাশের এলাকার অনেক লোকজন ভিড় জমাচ্ছে তার বাড়িতে

প্রিয় দলের পতাকা দিয়ে গেট বানানো প্রসঙ্গে পাপন বলেন, 'আর্জেন্টিনা দলকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসিজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিয়ে- আর সে বিয়েটা প্রিয় দলকে ভালোবেসেই করতে চাইতাই প্রিয় দলের পতাকা দিয়ে গেট তৈরি করলাম'

তবে সবচেয়ে মজার বিষয় হলো- পাত্র পাপন বিয়ে করছেন রায়পুরা উপজেলার হাইমারা গ্রামের এবং নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী তায়েবা আক্তারকেতিনি আবার ব্রাজিল বড় সর্মথকবিয়ের আগেই কনে পাপনকে জানিয়েছে, আর্জেন্টিনা গেট দিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবেন না তিনি

মাঠের দ্বন্দ্বটা তাই এবার বিয়ের আসরেওএ ব্যাপারে পাপন বলেন, 'অনেক মজার ব্যাপার হলো আমি যখন আবার হবু বউকে বললাম আর্জেন্টিনা পতাকা দিয়ে গেট করলাম, তখন সে মজা করে বলছে- সে নাকি এ গেট দিয়ে বাসায় ঢুকবে নাকারণ সে ব্রাজিল সর্মথক'

এদিকে আজ বৃহস্প্রতিবার সকালে পাপন তার ফেসবুকে পোস্টের মাধ্যমে তায়েবার বক্তব্য সকল আর্জেন্টিনা সর্মথক বন্ধুদের জানিয়ে দেনফেসবুক পাপন লেখেন, 'নিজের বিয়ের গেটটাও করলাম আর্জেন্টিনাকে ভালোবেসে, আমার হবু বউ নাকি ব্রাজিল সাপোর্টার-সে নাকি এই গেট দিয়া ঢুকতো না বাসায়'


শেয়ার করুন

0 facebook: