গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও বলা হয়, সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সভাপতিত্ব করবেন নৌপরিবহনমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি শাজাহান খান।
বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, মহানগর, উপজেলা ও জেলার সাবেক সহকারী কমান্ডার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: