20 January 2019

ঢাবি শিক্ষিকাকে বিয়ে করলেন তারিক আনামের ছেলে

ছবিঃ সংগৃহীত
স্বদেশবার্তা ডেস্কঃ অভিনেতা ও নাট্যনির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী নিমা রহমানের ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে

বরেণ্য এ জুটির একমাত্র ছেলে আরিক আনাম খান (দীপ্র) বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগনেস র‌্যাচেল প্যারিস প্রিয়াংকাকেদুই ধর্মমতে বিশ্বাসী এ দুজনের বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিস্টান রীতিতে

গত বৃহস্পতিবার সকালে তাদের আক্‌দ হয়েছে বনানীর একটি রেস্তোরাঁয়আর রমনা চার্চে খ্রিস্টান রীতিতে বিয়ে হয়েছে শনিবার

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়ওই অনুষ্ঠানে তারার মেলা বসেসিনেমা, নাটক, নৃত্যপাড়ায় একঝাঁক অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আন্দনঘন

পূর্ব পরিচিত এ দুজনের বিয়ে হয়েছে পারিবারিক সম্মতিতেইঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদের প্রভাষক প্রিয়াংকার সঙ্গে আরিক আনাম খানের পরিচয় ২০১৫ সালেএর পর দুই পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়

তারিক-নিমা দম্পতির একমাত্র ছেলে আরিক আনাম লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেনতিনি নিজেও মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করছেন

আরিক আনাম জানান, তার স্ত্রী প্রিয়াংকা নৃত্যশিল্পীতিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষকনাচের ওপর পড়াশোনা করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেসেখান থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেছেনএকই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন


শেয়ার করুন

0 facebook: