সকালে রাজধানীতে অগ্রনী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান খুব দ্রুতই দেউলিয়াত্ব আইন তৈরি করা হবে। পাশাপাশি বিকশিত করা হবে বন্ড মার্কেট। অবিরত অগ্রযাত্রায় অগ্রনী এমন প্রতিপাদ্য নিয়ে অগ্রনী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে জানানো হল গেল বছর বেড়েছে ব্যাংকটির আমানত, সাথে মুনাফাও। কমেছে লোকসানি শাখার সংখ্যা। তবে এসময়ে বেড়েছে খেলাপি ঋণ। যদিও আমানতের অনুপাতে কমেছে পরিমান।অনুষ্ঠানে অর্থমন্ত্রীর মন্তব্য, ব্যাংক নিয়ে কিছুটা হলেও ভীতি আছে সাধারণ মানূষের। যা কাটিয়ে ফেরানো হবে আস্থা। তিনি ঘোষণা দিলেন, সবার আগে দুর্নীতিমুক্ত করা হবে আর্থিক খাতকে।
পৃথিবীর প্রায় সব দেশেই দেউলিয়াত্ব আইন থাকলেও নেই বাংলাদেশে। অর্থমন্ত্রী জানালেন, খুব দ্রুতই যা প্রণয়ন হবে এদেশেও। চালু হবে বন্ড মার্কেট। বলেন, ভালো ব্যবসায়ীদের পাশে থাকবে সরকার।যারা নিয়মিত কর দেন, আগামী বাজেটে কমবে তাদের কর। তবে যারা সামর্থ্য থাকার পরেও কম দেন, ধরা হবে তাদের। সম্মেলনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ ১৫ জন গুনী গ্রাহককে পুরষ্কৃত করে অগ্রনী ব্যাংক।
0 facebook: