15 March 2019

অর্থমন্ত্রণালয়কে দুর্নীতিমূক্ত করার ঘোষণা অর্থমন্ত্রীর


স্বদেশবার্তা ডেস্কঃ সবার আগে আর্থিক খাত ও অর্থমন্ত্রনালয়কে দুর্নীতিমূক্ত করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালতিনি বলেন, মানুষের ধারণা ব্যাংক ও আর্থিক খাত এখন বিপদগ্রস্তযা নিয়ে কিছুটা হলেও আতংক রয়েছেযা কাটিয়ে আস্থা ফেরানো হবে

সকালে রাজধানীতে অগ্রনী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে এসব কথা বলেন তিনিজানান খুব দ্রুতই দেউলিয়াত্ব আইন তৈরি করা হবেপাশাপাশি বিকশিত করা হবে বন্ড মার্কেট। অবিরত অগ্রযাত্রায় অগ্রনী এমন প্রতিপাদ্য নিয়ে অগ্রনী ব্যাংকের বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা

সম্মেলনে জানানো হল গেল বছর বেড়েছে ব্যাংকটির আমানত, সাথে মুনাফাওকমেছে লোকসানি শাখার সংখ্যাতবে এসময়ে বেড়েছে খেলাপি ঋণযদিও আমানতের অনুপাতে কমেছে পরিমানঅনুষ্ঠানে অর্থমন্ত্রীর মন্তব্য, ব্যাংক নিয়ে কিছুটা হলেও ভীতি আছে সাধারণ মানূষেরযা কাটিয়ে ফেরানো হবে আস্থাতিনি ঘোষণা দিলেন, সবার আগে দুর্নীতিমুক্ত করা হবে আর্থিক খাতকে

পৃথিবীর প্রায় সব দেশেই দেউলিয়াত্ব আইন থাকলেও নেই বাংলাদেশেঅর্থমন্ত্রী জানালেন, খুব দ্রুতই যা প্রণয়ন হবে এদেশেওচালু হবে বন্ড মার্কেটবলেন, ভালো ব্যবসায়ীদের পাশে থাকবে সরকারযারা নিয়মিত কর দেন, আগামী বাজেটে কমবে তাদের কর। তবে যারা সামর্থ্য থাকার পরেও কম দেন, ধরা হবে তাদেরসম্মেলনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ ১৫ জন গুনী গ্রাহককে পুরষ্কৃত করে অগ্রনী ব্যাংক


শেয়ার করুন

0 facebook: