14 August 2018

সেনাঘাঁটির দখল নিল তালেবান, নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাটিতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে তালেবান। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। বহু সেনাকে আটকও করেছে তালেবান যোদ্ধারা।

মঙ্গলবার দেশটির সরকারি সূত্র জানায়, ফারইয়াব প্রদেশের গোরমাচ জেলার চেনাইয়েহা সেনা ঘাটিটি দখল করে ট্যাংক ও অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ তাহির জানান, রবিবার থেকে তালিবানের হামলা শুরু হয়।

তাহির বলেন, ‘আমরা এখনও ঘাঁটিতে প্রবেশ করতে পারিনি। এর বেশিরভাগ এলাকাই এখন তালেবানের দখলে।’এ ঘটনায় তালেবানের হাতে আটক হয়েছেন ৪০ সৈন্য। লড়াইয়ে তালেবানের ৩০ যোদ্ধাও নিহত হয়।


শেয়ার করুন

0 facebook: