26 August 2018

২০১৮ কে ২০১৪ সাল ভাবলে মারাত্মক ভুল করবে বিএনপি


স্বদেশবার্তা ডেস্কঃ গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে তাহলে তারা মারাত্মক ভুল করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ইন্টারসেকশনের আলোকবাতি উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই তা প্রতিরোধ করবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল বন্ধে তদন্ত কমিটি  গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এটি পাওয়ার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।


শেয়ার করুন

0 facebook: