স্বদেশবার্তা ডেস্কঃ গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে তাহলে তারা মারাত্মক ভুল করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ইন্টারসেকশনের আলোকবাতি উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই তা প্রতিরোধ করবে।’
এ সময় মন্ত্রী বলেন, ‘সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এটি পাওয়ার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
0 facebook: