26 August 2018

রেল স্টেশনেই সন্তান প্রসব!


আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ রেল স্টেশনে প্রসব ব্যথা ওঠে এক নারীর। কিন্তু ভিড় ঠেলে ট্রেনে করে তাকে পাশের হাসপাতালে নিতে ব্যর্থ হন তার স্বামী। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন কয়েকজন হকার। তাদের সহযোগিতায় লোকে লোকারণ্য স্টেশনেই এক মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ভারতের দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতের জনপ্রিয় একটি গণমাধ্যম জানিয়েছে, স্ত্রী কৃষ্ণার প্রসব যন্ত্রণা উঠলে সোনারপুরের তেঘরিয়ার বাসিন্দা রাজু নস্কর তাকে একটি ব্যাটারিচারিত অটোরিকশাতে করে সোনারপুর স্টেশনে নিয়ে আসেন। সেখান থেকে ট্রেনে করে সুভাষগ্রাম স্টেশনে নেমে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ারই পরিকল্পনা ছিল তার। কিন্তু স্টেশনে এসে ট্রেনে ভিড় থাকার কারণে স্ত্রীকে নিয়ে উঠতে পারেননি রাজু। ওই অবস্থায় প্রসব যন্ত্রণা বাড়তে থাকে কৃষ্ণার। বিষয়টি বুঝতে পেরে সোনারপুর ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের কয়েকজন হকার এগিয়ে আসেন। তারাই গরম পানি থেকে শুরু করে নরম কাপড়ের ব্যবস্থা করেন।


শেয়ার করুন

0 facebook: