21 September 2018

রাতে ফেসবুক বন্ধ রাখতে বললেন বিরোধীদলীয় নেতা রওশন


স্বদেশবার্তা  ডেস্কঃ স্মার্টফোন আর ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার করছে আমাদের ছেলেমেয়েরা। তারা রাতে না ঘুমিয়ে ফেইসবুক দেখে। ফেইসবুকে আসক্ত হয়ে গেছে। তাদের হাতে স্মার্টফোন তুলে দেয়া আর কোকেন তুলে দেয়া সমানই। তাই রাত ১১টার পর ফেইসবুক বন্ধ করতে পারলে পড়ালেখায় তারা মনযোগী হবে। বললেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকারের কাছে এই অনুরোধ জানান রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতা বলেন, পৃথিবীর অনেক দেশেই ফেইসবুক নেই। চীনে নেই, সৌদি আরবে নেই। তাই সোনার বাংলা গড়তে চাইলে ছেলেমেয়দের রক্ষা করতে হবে।

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা গেলে অনেক দিক থেকে ভালো হবে। আশা করব প্রধানমন্ত্রী সেইভাবে বিবেচনা করবেন। রওশন বলেন, বেকারদের কর্মসংস্থান করতে না পারলে সোনার বাংলা কীভাবে হবে? সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণদের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। আলাপ-আলোচনা করে এর সমাধান খুঁজতে হবে। তবে যে ভাঙচুর হয়েছে সেটাকে আমরা সমর্থন করিনা। সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করারও দাবি জানান জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারপার্সন রওশন।


শেয়ার করুন

0 facebook: