21 September 2018

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনরা


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যরা কারাগারে ভেতরে প্রবেশ করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে  খালেদা জিয়ার পরিবারের পাঁচ সদস্য পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাইপো অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডা. মোহাম্মদ আল মামুন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।


শেয়ার করুন

0 facebook: