![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে হাতের লেখা খারাপ হওয়ায় তিন ডাক্তারকে পাঁচ হাজার রুপি করে জরিমানা প্রদানের আদেশ দিয়ে রেকর্ড গড়েছেন এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ।
গত সপ্তাহে তিনটি মামলার শুনানি শেষে বিচারক অজয় লম্ব এবং বিচারক সঞ্জয় হরকৌলির এই বেঞ্চ অর্থদণ্ড প্রদানের পাশাপাশি তাদেরকে সতর্ক করেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দণ্ডপ্রাপ্ত ডাক্তাররা হলেন- সিতাপুর জেলা হাসপাতালের ডা. পি কে গোয়েল, উন্নাও জেলা হাসপাতালের ডা. টি পি জয়সওয়াল এবং গোন্ডা জেলা হাসপাতালের ডা. আশিষ সাক্সেনা।
অভিযোগে বলা হয়েছে, এই তিন ডাক্তারের হাতের লেখা খারাপ হওয়ায় তাদের দেয়া ইনজুরি রিপোর্ট পড়া যায়নি। অন্যদিকে, নিজেদের স্বপক্ষে যুক্তি দেখিয়ে তারা বলেন, রোগীর চাপ থাকায় দ্রুত লিখতে গিয়ে তাদের হাতের লেখা এমন হয়েছে।
ভবিষ্যতে সহজ ভাষায় ও সহজপাঠ্য হাতের লেখার মেডিকেল রিপোর্ট নিশ্চিত করতে প্রিন্সিপ্যাল সেক্রেটারি (হোম), প্রিন্সিপ্যাল সেক্রেটারি (মেডিকেল ও হেলথ) এবং ডিরেক্টর জেনারেলকে (মেডিকেল ও হেলথ) নির্দেশ দেন আদালত।
এই ধরনের রিপোর্ট কম্পিউটারে টাইপ করে দেয়া উচিত বলেও উল্লেখ করেন আদালত।
২০১২ সালে উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেলের (মেডিকেল ও হেলথ) জারি করা একটি বিজ্ঞপ্তি কথা ডাক্তারদের মনে করিয়ে দেন আদালত। এতে ডাক্তারদেরকে পড়ার মতো করে মেডিকেল-লিগ্যাল রিপোর্ট তৈরি করার কথা বলা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: