![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার একটি পরিত্যক্ত খনির জলাশয়ে নিখোঁজ এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে ৬ ডুবুরি প্রাণ হারিয়েছেন। তবে ওই কিশোরের এখনও কোনো খোঁজ মেলেনি। উদ্ধার অভিযান চলছে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত খনিতে পড়ে যায় ১৭ বছরের ওই কিশোর। তাকে খুঁজতে জলাশয়টিতে নামেন দমকল বাহিনীর ৬ ডুবুরি।
জলাশয়ে নামার পর ডুবুরিরা হঠাৎ ঘূর্ণিপাকে পড়েন। তীব্র স্রোতে তাদের শরীরে লাগানো যন্ত্রপাতি খুলে যায়। প্রাণ হারান ৬ জনই।
দুর্ঘটনার স্থান সেপাং জেলার পুলিশ জানিয়েছে, ডুবুরিরা সব নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করেই পানিতে নেমেছিলেন। মালয়েশিয়ার দমকল বাহিনীর মহাপরিচালক জানিয়েছেন, উদ্ধার অভিযান চালাতে গিয়ে এই প্রথম ৬ জন একসঙ্গে মারা গেলেন।
মালয়েশিয়ার দমকল বাহিনীর জন্য এটি খুব দুঃখের দিন বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: