05 October 2018

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করলে বহিষ্কারঃ কাদের

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলের মনোনয়নের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। যে কেউ প্রার্থীতার আবেদন করতে পারেন। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে, নৌকার জন্য ভোট চাইতে হবে। কিন্তু প্রার্থী হতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি লাগাবেন না। যাকে মনোয়ন দেওয়া হবে তিনিও যেন বাকি প্রার্থীচ্ছুকদের শত্রু  না ভাবেন।’

শুক্রবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করলে খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। কাজেই অপর্কম করবেন না। কারও ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, বাইরের শত্রুর প্রয়োজন হবে না।’

নির্বাচনি প্রচারে নেমে নেতাকর্মীদের কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত সেসব বিষয়ে পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুক্রবার আজান ও নামাজের সময় সমাবেশ করলে মানুষ বিরক্ত হয়। ভোট বাড়াতে গিয়ে ভোট কমে যাবে। নামাজ ও আজানের সময় খেয়াল করবেন। রাস্তা বন্ধ করে সমাবেশ করবেন না। প্রচারপত্র বিলি করতে গিয়ে নেতাকর্মীদের বাড়াবাড়িতে ফুটপাতের ছোটোখাটো দোকান নষ্ট হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে খুশি রাখতে হবে। মানুষ যাতে কষ্ট না পায়, সেই দিকে দৃষ্টি রাখতে হবে।’

নেতাকর্মীদের জনগণের সঙ্গে আচরণের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের দলের লোককে নিয়ে সমালোচনা করার বদ অভ্যাস ত্যাগ করতে হবে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়নের কারণে বিএনপি অন্ধকারের পথ খুঁজছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের মতো রক্তপাত হবে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ দুর্নীতি মামলার সাজায় কারাগারে থাকা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আবারও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিএনপি কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল বলে অভিযোগ করেন। বিদেশিদের কাছে গিয়ে নালিশসহ কান্নাকাটি করে তাদের (বিএনপির) কোনও লাভ হয়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের সভাপতিত্বে গণসংযোগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম।


শেয়ার করুন

0 facebook: