![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের কেরালা ও তামিলনাড়ু থেকে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। ভারতের আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে পুর্বাভাসে। রবিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে কেরালার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগস্টের বন্যায় ৪৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়টি কেরালায় আঘাত করবে না। তা উত্তর-পশ্চিম দিকে ওমানে আঘাত হানতে পারে বৃহস্পতি বা শুক্রবার। ঘূর্ণিঝড়ের ফলে দমকা হাওয়া, বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আরব সাগরে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় সচরাচর হয় না। আরব পেনিনসুলায় সবচেয়ে বড় গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল এ বছরের ২৫ মে। এটি সালালাহ এলাকার পূর্বাঞ্চলে আঘাত হানে। ২০০৭ সালে ঘূর্ণিঝড়ে ৫০ জন নিহতের পর ওমানে ঘূর্ণিঝড় মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি পেয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: