![]() |
নির্যাতনের শিকার ওই কিশোরী(১৬) পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানান, মাসখানেক আগে তাকে ও তার মাকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে সহকারী উপ পরিদর্শক (এএসআই) পদের এক অফিসার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মোট ১৮ জনের নামে গত বুধবার একটি মামলা দায়ের হয়েছে। সেখানে পুলিশের এএসআই ছাড়াও রয়েছে হেড কনস্টেবল ও কনস্টেবল পদমর্যাদার কয়েক জন।
কৈথালের পুলিশসুপার আস্থা মোদী জানান, ভারতীয় দণ্ডিবিধি, আইপিসির, একাধিক ধারায় ধর্ষণ ছাড়াও নানাবিধ মামলা রুজু হয়েছে। অভিযোগকারী নাবালিকা হওয়ায়, পকসো আইনেও পৃথক মামলা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তিন মাস আগে,ওই কিশোরী তার বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। কিন্তু পরে তার অভিযোগ প্রত্যাহার করে নেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ষণ
0 facebook: