![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে যৌন হয়রানিতে বাধা দেয়ায় ৩০ জনের বেশি স্কুলছাত্রীকে পিটিয়েছে বখাটেরা। ওই মেয়েরা রাজ্যের সুপল জেলার একটি সরকারি স্কুলের শিক্ষার্থী। ওই ঘটনার পর চিকিৎসার জন্য তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর ইন্ডিয়াটুডের।
জানা গেছে, পাশের একটি গ্রামের যুবকরা প্রায় মেয়েদের হয়রানি করে। তারা স্কুলের দেয়ালে বাজে মন্তব্য ও নোংরা কমেন্ট লিখে রাখতো। এ ব্যাপারে স্কুলের ছাত্রীরা কর্তৃপক্ষ জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।
শনিবার স্কুলের দেয়ালে নোংরা কমেন্ট লেখার সময় এক যুবককে বকাঝকা করে কয়েকজন ছাত্রী। কিছুক্ষণ পর প্রায় ২৪ জনের একটি দল লাঠি নিয়ে স্কুলে হামলা চালায়।
স্কুলের ওয়ার্ডেন রিমা রাজ বলেন, মেয়েরা বাইরে খেলতে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। আমি দেখলাম গ্রামবাসী, নারী ও পুরুষরা তাদের পেটাচ্ছে। এসময় হামলাকারীরা তাদের লাথি দেয় ও বেত দিয়ে পেটায়।
এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে। হামলাকারীরা নির্মমভাবে মেয়েদের পেটায়। অনেকের শরীরেই আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণ হয়। এসময় স্কুলের জিনিসপত্রও ভাঙচুর করা হয়। পরে আহত ছাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে সুপলের জেলা শিক্ষা কর্মকর্তা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, এমন এক সময় এই ঘটনা ঘটলো যখন নীতিশ কুমার সরকার রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য সমালোচিত হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে সরকারি একটি আশ্রয়কেন্দ্রের কমপক্ষে ৩৪ জন নারী শিক্ষার্থী একাধিকবার ধর্ষিত হওয়ার অভিযোগ করেন। আরেকটি ভিন্ন ঘটনায় ১৫ জন শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগে একজন বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: