স্বদেশবার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে চলা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় শাহবাগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
আগামী ১৪ অক্টোবর (রোববার) সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এর আগে বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার এক পাশ দিয়ে যান চলাচলের কারণে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে উপস্থিত হন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: