09 October 2018

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি


স্বদেশবার্তা ডেস্কঃ শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মুহম্মদ নূরুজ্জামান।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।

উল্লেখ্য, সোমবার হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ।


শেয়ার করুন

0 facebook: