23 October 2018

গ্রামীণফোনের ওপর ক্ষোভ ঝাড়লেন বাণিজ্যমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কলড্রপ নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদএ ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি

বাণিজ্যমন্ত্রী বলেছেন, গ্রামীণফোন ব্যবসার জন্য কলড্রপ করেএকটা কলে চার-পাঁচবার কলড্রপ, এটা বাস্তবসম্মত নাএর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণফোনকে বেসরকারি খাতে ব্যবসার জন্য লাইসেন্স দিয়েছিলেনইদানীং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, গ্রামীণফোনের প্রত্যেকটা কলে কলড্রপহয়একেকটা কলে তিন থেকে চার-পাঁচবার পর্যন্ত কলড্রপ হয়দেখা যায় একটা কল বারবার করতে হয়এ ব্যাপারে গ্রামীণফোন কর্তৃপক্ষকে অনুরোধও করেছি

তোফায়েল আহমেদ বলেন, দেখা যায় আমরা মোবাইলে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু হঠাৎ কলড্রপএছাড়া আমরা যখন বিদেশে যাই, আমাদের ফোন রোমিং থাকেবিদেশ থেকেও একটা ফোন করলে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবেতারা ব্যবসার জন্য কলড্রপ করেতাও একবার-দুইবার নয়, চার-পাঁচবার কলড্রপ হয়সুতরাং গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর একটি ব্যবস্থা করতে হবে বাংলাদেশে প্রায় ৭ কোটির ঊর্ধ্বে গ্রাহক আছে গ্রামীণফোনেরসে হিসেবে বাজারের বড় অংশটাই তাদের দখলে

তোফায়েল বলেন, ড. ইউনূসকে এই গ্রামীণ টেলিফোন দেয়া হয়েছিলএর লাভের একটি অংশ গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাচ্ছে কি না, জানি না


শেয়ার করুন

0 facebook: