28 October 2018

কলেজ বাসে শ্রমিকদের হামলা ভাংচুর, ছাত্রীদের গায়েও কালি লেপলো


স্বদেশবার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের বহন করা বাসেও হামলা চালিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরাএসময় তারা বাসচালক ও ছাত্রীদের গায়ে কালি লেপন করেনবাসটি ভাংচুরও করেন শ্রমিকরা

আজ (রোববার) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় একটি পাম্পের কাছে এ হামলা করেন শ্রমিকরাপরে বাসটি সেখানে থামিয়ে দিয়ে আর যেতে দেননি

শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকা পার হওয়ার সময় হঠাৎ শ্রমিকরা বাসটি থামিয়ে চালককে মারধর করে ও তার মুখে শরীরে কালি লেপে দেনপরে ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে কয়েকজন ছাত্রীকেও শ্রমিকরা লাঞ্ছিত করেন, কালি লেপে দেনঅকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রমিকরাবাসের কয়েকটি গ্লাস ভাংচুর করে বাস থেকে সবাইকে নামিয়ে দেয়া হয়

বাসটির চালক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, বাসটিতে ৩৮ জন ছাত্রী ছিলেনতারা সবাই সরকারি মহিলা কলেজে অধ্যয়নরতছাত্রী বহনকারী বাসটি সাইনবোর্ড এলাকায় এলেই হামলা করে বাসের গ্লাস ভাংচুর করেন শ্রমিকরাপরে ছাত্রীদের গায়েও কালি মাখিয়ে দেন

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদৌরা বিনতে হাবিবা বলেন, আমাকে ঘটনাটি চালক জানিয়েছেনসেখানে শ্রমিকরা কয়েকটি গ্লাস ভাংচুর করেছেনছাত্রীদের গায়ে কালিও দিয়েছেন

একই সময়ে সিদ্ধিরগঞ্জে কয়েকটি অ্যাম্বুলেন্সে চালকের গায়ে-মুখে কালি লেপে দেন শ্রমিকরাঅপরদিকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা সংবাদ কভারেজ করতে গেলে তাদের উপর চড়া হন শ্রমিকরাসাংবাদিকরা ছবি ও ভিডিও ফুটেজ নিতে গেলে পরিবহন শ্রমিকরা তাতে বাধা দিয়ে গালমন্দ করেন


শেয়ার করুন

0 facebook: