![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ একাধিকবার বিয়ে করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের সাহেবকাছারি এলাকার। ধৃতের নাম অনন্যজ্যোতি চক্রবর্তী(৩২)। বাড়ি শহরের শিবতলি এলাকায়। মঙ্গলবার সাহেবকাছারির এক যুবতীকে বিয়ে করতে গেছিল যুবকটি। সেসময় ঘটনাস্থলে উপস্থিত হয় তার অন্য দুই স্ত্রী। তাদের অভিযোগের ভিত্তিতে অনন্যজ্যোতিকে আটক করে বালুরঘাট থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাহেবকাছারির এক যুবতীর সঙ্গে ১২ বছর ধরে সম্পর্ক ছিল অনন্যজ্যোতির। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও জানা গেছে। সোমবার রাতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে দু’জনের সম্মতিতে বিয়ের ব্যবস্থাও করা হয়।
কিন্তু মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান শুরু হতেই সেখানে উপস্থিত হন দুই মহিলা। তাদের দাবি, তারা অনন্যজ্যোতির স্ত্রী। তাদের আরো অভিযোগ, এছাড়াও বেশ কয়েকটি বিয়ে করেছে অনন্যজ্যোতি। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে অনন্যজ্যোতির আরো এক স্ত্রী বালুরঘাটে আসছেন বলে জানা গেছে।
এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। তারা অনন্যজ্যোতিকে আটক করে। পাশাপাশি ওই যুবতীর নিরাপত্তার জন্য তাকেও থানায় নিয়ে যায়। এবিষয়ে স্থানীয়রা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যদিও একাধিকবার বিয়ের কথা অস্বীকার করেছে অনন্যজ্যোতি। সে জানিয়েছে, ‘এর আগে কোনো বিয়ে করিনি। এই মেয়েটিকে স্বেচ্ছায় বিয়ে করছি।’
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
আন্তর্জাতিক
0 facebook: