বুধবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সফরত মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এ কথা জানান।
সচিব বলেন, ‘স্বল্প অভিবাসন ব্যয়ে শিগগিরই কর্মী নিয়োগ শুরু হবে মালয়েশিয়ায়। কর্মী নিয়োগে নতুন কোনো সিন্ডিকেট হবে না। সকলের জন্য কর্মী নিয়োগের দুয়ার খুলে দেওয়া হবে। জি টু জি প্লাসের আওতায় অপেক্ষমান মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য সময় বাড়ানোর আলোচনা চলছে।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী সচিব রৌনক জাহান আর সফররত ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারি এম ডি এম. বেট্টী হাসান।
প্রবাসী সচিব রৌনক জাহান এক প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন পদ্ধতিতে মালয়েশিয়ায় দ্রুত জনশক্তি রপ্তানি শুরু হবে। মালয়েশিয়ার সরকারের চাহিদা মতো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। মালয়েশিয়ার সফররত প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ২য় বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।’
রৌনক জাহান বলেন, ‘মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশী কর্মীর চাহিদা রয়েছে। দেশটির নিয়োগকর্তারাও দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নিতে চাচ্ছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে সরকারি নিয়ম অনুযায়ী কর্মী নিয়োগের চাহিদাপত্রে সত্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ ব্যাপারে উভয় পক্ষই একমত হয়েছে।’
এর আগে সফররত প্রতিনিধি দল সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাত করে। প্রবাসী কল্যাণ মন্ত্রী এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে।’
প্রতিনিধি দলের সদস্যরা এই সাক্ষাতকালে বাংলাদেশ থেকে নতুন পদ্ধতিতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক মোঃ সেলিম রেজা, প্রবাসী কল্যাণ মন্ত্রীর পিএস মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবির ও কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের শ্রম সচিব মোঃ সাইদুল ইসলাম।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: