আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে হ্যালুইন পার্টি থেকে ১৭ জন ফিলিপাইনের নারীকে আটক করা হয়েছে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রিয়াদের একটি স্থানে পার্টি চলাকালে সৌদি গোয়েন্দা কর্মকর্তারা ওই নারীদের আটক করে। তবে, আটক হওয়া ওই নারীদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এ ব্যাপারে রিয়াদে ফিলিপাইনের রাষ্ট্রদূত জানিয়েছেন, পার্টির আয়োজকদের বিনা অনুমতিতে পার্টি করা এবং প্রতিবেশীদের বিরক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: