09 November 2018

ভারতে ডাইনি সন্দেহে জনতার পিটুনিতে দম্পতি নিহত

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ মহিলাকে ধরে বেধড়ক মারধর করছেন গ্রামের মানুষ জনখবর পেয়েই ছুটে গিয়েছিলেন মহিলার স্বামীরেহাই মেলেনি তারওগ্রামবাসীদের মারে মৃত্যু হয় দুজনেরইঘটনাটি ঘটেছে ভারতের পুণে থেকে প্রায় ৫০ কিমি দূরের গ্রাম আয়ুন্ধেতে

পুলিশ সূত্রে খবর, কালা জাদুর চর্চা করে-এই সন্দেহে গ্রামের এক মহিলার উপর চড়াও হয়ে বৃহস্পতিবার তাকে মারধর করেন স্থানীয়রামৃত মহিলার নাম লিবানি নাভাসু মুকানা (৪৭) এবং তাঁর স্বামীর নাম নাভাসু কুনাজি মুকানা (৫৫)

এই ঘটনায় পুলিশ জাইতু বোরকার এবং বাবান মুকানা নামে দুজনকে গ্রেফতার করেজাইতুর মেয়ের উপর কালা জাদু প্রয়োগ করেছিলেন লিবানি বলে সন্দেহ তাদেরবাদ যাননি বাবানের স্ত্রীওতাদের অভিযোগ, দিন কয়েক আগেই কালা জাদুর জন্যই বাবানের স্ত্রীর গায়ে র‌্যাশ বের হয়

খেদ থানার দায়িত্বপ্রাপ্ত অরবিন্দ চৌধুরী বলেন, “বিষয়টির তদন্ত শুরু হয়েছেদুজনকে গ্রেফতার করা হয়েছেবাকি অভিযুক্তদের খোঁজ চলেছে

 সূত্রঃ আনন্দবাজার


শেয়ার করুন

0 facebook: