স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামের অক্সিজেন বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ
ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে
দুটি ওয়ান শ্যুটারগান, একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকারটিও জব্দ
করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সিজেন-কুয়াইশ বঙ্গবন্ধু এভিনিউ
সড়কের অ্যাপোলো হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোরশেদ আলম (২৮), জাবেদ (২৮), শামীম হোসেন (২৯), জাহেদুল আলম (৩৪) ও মামুন (২০)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে বানিয়াপাড়া
এলাকায় অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের
পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, এসময় তাদের দেহ তল্লাশি করে
একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শ্যুটারগান, সাত রাউন্ড গুলিসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল
জব্দ করা হয়।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ছিনতাই কাজের জন্য ব্যবহৃত
বিপুল পরিমাণ মরিচের গুঁড়া পাওয়া যায়।
খবর বিভাগঃ
অপরাধ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: