10 November 2018

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ আশুলিয়ায় দুর্বৃত্তরা বাবাকে মারধরের পর চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ৯ নভেম্বর, শুক্রবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে টাঙ্গাইলগামী একটি লোকাল বাসে এ ঘটনা ঘটে

মারধরের শিকার ব্যক্তির নাম আকবর আলীতার মেয়ের নাম জরিনা খাতুনতাদের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামে আকবর আলী জানান, শুক্রবার সকালে মেয়েকে নিয়ে তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় নাতনীর বাসায় বেড়াতে আসেনসন্ধ্যায় সিরাজগঞ্জ ফিরে যাওয়ার উদ্দেশে আশুলিয়ার ইউনিক থেকে টাঙ্গাইলগামী একটি লোকাল বাসে উঠেন তারা

বাসটি টাঙ্গাইল না গিয়ে কয়েক ঘণ্টা বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ার দিকে চলে আসেমরাগাঙ্গ এলাকায় বাসটি পৌঁছালে বাসে থাকা দুর্বৃত্তরা আকবরকে মারধর করেতারা আকবরের মোবাইল ফোন, টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়

সে সময় কয়েকজন পথচারীর সহযোগিতায় টহল পুলিশকে ঘটনাটি জানান আকবরপরে আকবরকে ফেলে দেওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার সামনে মহাসড়কের পাশ থেকে জরিনার মরদেহ উদ্ধার করে পুলিশএ ঘটনায় আকবরের নাত জামাই নুর ইসলাম হত্যা মামলা করেছেন

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ জানান, মামলায় বাসের চালক, হেলপারসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছেএ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে


শেয়ার করুন

0 facebook: