বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে ২০ দলীয় জোটের এক নেতা জানান, নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
0 facebook: