স্বদেশবার্তা
ডেস্কঃ বাংলাদেশের যুদ্ধজাহাজের নকশা তৈরিতে সাহায্য করবে ভারতের রাষ্ট্রায়ত্ব প্রতিরক্ষা
শিল্প গার্ডেন রিচ শিপ বিল্ডার্স (জিআরএসই)। ইতোমধ্যেই কলকাতাভিত্তিক এই শিপইয়ার্ড
বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (কেএসওয়াই) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ)
সই করেছে।
বুধবার
(২৬ জুলাই) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ
ভামরে এ তথ্য জানান।
প্রতিরক্ষা
প্রতিমন্ত্রী বলেন, ‘কেএসওয়াই
বাংলাদেশে সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ নৌবাহিনী এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি তার খুলনা ও অন্যান্য সহায়ক প্রতিষ্ঠানে
জাহাজ নির্মাণ ও নকশা তৈরির দক্ষতা বৃদ্ধির জন্য আগ্রহ প্রকাশ করে।’
ঘটনাক্রমে, বাংলাদেশ
চীনের কাছ থেকে দুটি প্রচলিত ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহ করেছে। গত মাসে ভারতীয়
নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবার বাংলাদেশ সফরের সময় উভয় পক্ষ সহযোগিতার নতুন
ক্ষেত্র অনুসন্ধান করে। দুই দেশ তাদের নৌবাহিনীর মধ্যে যৌথ টহল মহড়ার (করপাট) উদ্বোধন
করে। এটি হবে একটি বার্ষিক আয়োজন।
দেরিতে
হলেও, এই
অঞ্চলে ভারতের প্রতিরক্ষা কূটনীতির ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিং ও সামরিক হার্ডওয়্যার
সরবরাহ একটি বড় হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে।
0 facebook: