ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী কাল রবিবার (১৮ নভেম্বর) থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে সাক্ষাতকার পর্ব। প্রথম দিন (রবিবার) রাজশাহী ও রংপুরের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে। এরপর ধারাবাহিকভাবে সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বোর্ডের সদস্যদের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার পঞ্চম ও শেষ দিনের মত বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলছে।
0 facebook: