27 December 2018

ভারতের হরিয়ানার পর এবার উত্তরপ্রদেশে মুসলিমদের প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ হল


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের উত্তরপ্রদেশের নয়ডা-তে পুলিশ মুসলিমদের প্রতি নির্দেশ দিয়েছে যে মুসলিমরা কেবলমাত্র মসজিদে বা অফিসের ভিতরেই নামাজ পড়তে পারবে; প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না। এই মর্মে পুলিশ একটি কোম্পানিকে নোটিশ দিয়েছে যে তাদের কোন কর্মচারী যেন প্রকাশ্যে নামাজ না পড়ে, যদি পড়ে তাহলে তার পরিণামের জন্য দায়ী থাকবে সেই কোম্পানি।

মুসলিম বিদ্বেষী এই নোটিশটি জারী করা হয়েছে গত সপ্তাহে। উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি এই নোটিশকে সমর্থন করেছে, অপরদিকে মুসলিম উলেমারা এই নোটিশকে অসংবিধানিক আখ্যা দিয়েছেন।

উত্তরপ্রদেশে উগ্র হিন্দুত্ববাদীদের উৎপাত চরমে, তাই ঝামেলা এড়াতে একটি কোম্পানির মুসলিম কর্মচারীগণ পুলিশ ও প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলেন কোম্পানির ভিতরে জায়গা না থাকার কারণে যাতে তাদেরকে বাইরে নামাজ পড়তে দেওয়া হয়। কিন্তু তাদেরকে অনুমতি দেয়া হল না।

এইখানে উল্লেখ্য যে নয়ডার সেক্টর ৫৮-তে উক্ত কোম্পানি অবস্থিত এবং নয়ডার সেক্টর ৫৮-কে "আইটি হাব" বলা হয়ে থাকে কারণ এখানে প্রচুর আইটি কোম্পানি অবস্থিত এবং প্রতিবেশী শহর গাজিয়াবাদ, দিল্লী, গুরগাও ইত্যাদি থেকে প্রচুর মানুষ এখানে দৈনন্দিন অফিসে আসে, তাদের মধ্যে প্রচুর মুসলিম চাকুরীজীবীও আছে।

এই ঘটনায় মুসলিমদের একটি জন্মগত ও সংবিধানিক অধিকার যে কেড়ে নেওয়া হল তাতে কোন সন্দেহ নেই।

প্রকাশ থাকে যে এর আগে হরিয়ানাতেও মুসলিমদের প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। এবং আগামীতে আরও অন্যান্য রাজ্যে সেটা হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।

উল্লিখিত নোটিশের কপি -




শেয়ার করুন

0 facebook: