02 December 2018

গণগ্রেফতার বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ঐক্যফ্রন্টের


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেফতার না করার বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা না হলে জাতীয় ঐক্যফ্রন্ট বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে

গতকাল (শনিবার) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেনমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিচ্ছিমানুষের অধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করেছিকিন্তু প্রতিদিন প্রার্থীসহ নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছেগ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যেন বাস্তবায়ন করা হয়তা না হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব'

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিয়েছে ঐক্যফ্রন্টঅবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্যকিন্তু সেটা ন্যূনতমও পূরণ হয়নি

খালেদা জিয়াসহ সব গ্রেফতার করা নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব


শেয়ার করুন

0 facebook: