10 December 2018

আ.লীগ ক্ষমতায় এলে মনোনয়ন বঞ্চিতদের সম্মানিত করা হবে


স্বদেশবার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বপ্ন ভঙ্গের বেদনা থাকবেযোগ্য প্রার্থী না থাকায় মহাজোটের অনেককে মনোনয়ন দেয়া সম্ভব হয়নিযারা কেবল মাত্র জয়লাভ করতে পারেবেন এমন প্রার্থীদের দল ও মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়েছেসিট নিয়ে বানরের পিঠাভাগ করা হয়নিদল ক্ষমতায় এলে দল ও মহাজোটের মনোনয়ন বঞ্চিতদের সম্মানিত করা হবেগতকাল রোববার দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ বিরাজ করছেজনগণ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে রয়েছেনশঙ্কার কোন অবকাশ নেইআগের নির্বাচনগুলোতে যে পরিবেশ ছিলো তার চাইতেও বেশি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছেবিএনপি ও ঐক্যফ্রন্ট অভ্যন্তরীণ কোন্দলে গুলশান ও পল্টনে মনোনয়ন বঞ্চিতরা বার বার হামলা, ভাঙচুর করেছেবার বার তোপের মুখে পড়েছেন তাদের দলের মহাসচিবনির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে আমাদের কিছু করার নেই
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রী-এমপি হিসেবে আমি কোন সুযোগ সুবিধা নিচ্ছিনাআচরণবিধি লঙ্ঘন করছিনাআমি আচরণবিধি মেনেই চলছি

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আদালতের আদেশে কারাগারে আছেনএতে সরকারের কোন হস্তক্ষেপ নেইঅপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরশাদ বিদেশ যেতে কোন বাধা নেইআজও ইচ্ছা করলে তিনি বিদেশ যেতে পারবেননির্বাচনী ইশতিহার নিয়ে মন্ত্রী বলেন, আমরা গ্রামকে শহর করবোসহ নানা চমক রয়েছে

এর আগে মন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হলে ফেনী-১ আসনের আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী খায়রুল বাশার তপন মজুমদার কান্নায় ভেঙে পড়েনএসময় মন্ত্রীর পাছুঁয়ে সালাম করলে ওবায়দুল কাদের তাকে বুকে জড়িয়ে নেনমাথায় হাত বুলিয়ে শান্তনা দিয়ে বলেন তোমাকে আমি দেখবোদলের জন্য কাজ কর

সংবাদ সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের এমপি শিরিন আক্তার সংরক্ষিত মহিলা আসনের জাহানার বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু শুশেন চন্দ্রশীল, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতাকর্মীরা


শেয়ার করুন

0 facebook: