এসব পোর্টাল বন্ধে রোববার সব ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থা এবং আন্তার্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশ ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থার মহাসচিব মুহম্মদ ইমদাদুল হক বলেন, বোরবার বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য একটি চিঠি দেয়া হয়েছে।
বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলো হল-
প্রিয়ডটকম-https://www.priyo.com
শীর্ষনিউজ২৪ডটকম- http://sheershanews24.com
পত্রিকাডটকম-http://www.potryka.com
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: