আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর একটি চার্চে মঙ্গলবার শোভাযাত্রা চলাকালে আতশবাজি বিস্ফোরণে আটজন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এএফপি’র খবরে বলা হয়, মেক্সিকো সিটির প্রায় ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের তেকুইস্কুয়াপানের সান জোসেতে ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন নিহত হন। এদের মধ্যে ১১ ও ১২ বছরের দুটি শিশু রয়েছে।
কুয়েরেতারো রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা গ্যাব্রিয়েল বাসতারাচেয়া বলেন, ‘উৎসবে অংশগ্রহণকারীরা আতশবাজি নিয়ে আসেন এবং সেগুলো চার্চে রাখেন। সম্ভবত কোনো ত্রুটির কারণে এগুলো আকস্মিকভাবে বিস্ফোরিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ধর্মীয় ওই শোভাযাত্রাটি চার্চের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই একটি বিস্ফোরণ ঘটে। এতে তারা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: