স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সহিংসতার ঘটনার পেছনে তৃতীয় শক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দাকে সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন।
সিইসি বলেন, প্রচারণার প্রথম দিনের সহিংসতার ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা ভাবা ঠিক হবে না। এর পেছনে তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে কিনা তা খতিতে দেখতে হবে।
0 facebook: