স্টাফ রিপোর্টারঃ মানহানীকর একটি মামলার বাদী আবুল হাসনাত বেলালকে মামলা প্রত্যাহার ও জীবন নাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় হুমকিদাতা ও ওই মামলার আসামী নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার আল জামিয়াহ আস সালাফিয়াহ হাটাবের পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে সদর থানায় একটি জিডি করেছেন তিনি। (জিডি নং-৮৮০, তারিখ-১১.১২.২০১৮ ইং)।
জিডিতে আবুল হাসনাত বেলাল উল্লেখ করেছেন, গত ২৪ জানুয়ারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন তিনি। এই মামলায় আসামীর বিরুদ্ধে সমন জারি হয়। বর্তমানে মামলাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।
গত ১০ ডিসেম্বর উক্ত মামলার চার্য গঠনের তারিখ নির্ধারিত ছিল। ঘটনার দিন আসামী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা চত্ত্বরের সামনে মামলাটি বিনা বিচারে প্রত্যাহারের জন্য বাদী আবুল হাসনাত বেলালকে বলেন। তিনি রাজী না হওয়ায় অজ্ঞাত আরো কয়েকজন ব্যক্তিসহ তাকে হুমকি দেন এবং মামলা প্রত্যাহার না করলে তার ও তার পরিবারের ক্ষতিসহ প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: