17 December 2018

নির্বাচনের আগে পাঁচটি জনসভা করবেন শেখ হাসিনা


স্বদেশবার্তা ডেস্কঃ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগতিনি চারদিনে মোট পাঁচ জায়গায় পাঁচটি জনসভা করবেনএর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতিদলীয় সূত্রে এ তথ্য জানা গেছে

যেসব জায়গায় জনসভা করবেন তা হলো- ২১ ডিসেম্বর রাজধানীর গুলশানে, ২২ ডিসেম্বর সিলেটে, ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ এবং ২৪ ডিসেম্বর রাজধানী কামরাঙ্গীরচরে

২১ ডিসেম্বর দুপুর ২টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রীএছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন তিনি২২ ডিসেম্বর সিলেটের তিনটি পবিত্র মাজার শরীফ জিয়ারতের পর দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা

এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন শেখ হাসিনাএরমধ্যে ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মুর্তজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি

১৯ ডিসেম্বর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারে সাইমুন সরওয়ার সিদ্দিক কমল, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি

২০ ডিসেম্বর বেলা ১১টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন

এছাড়া আগামীকাল সোমবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনাপরেরদিন মঙ্গলবার (১৮ তারিখ) সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি


শেয়ার করুন

0 facebook: