![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও সুষ্ঠভাবে স্ব স্ব দায়িত্ব পালনে আহবান জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি অডিটরিয়ামে বিভাগীয় মাঠ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'ভোটের দিনে ভোটাররা ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে নিরাপত্তায় নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশিষভাবে সর্তক থাকতে হবে।'
বিশেষ করে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, 'তারা যাতে নির্বাচন দিন নিরাপদে ভোট দিতে পারে ও পরবর্তীতে কোন প্রকার সমস্যার সম্মুক্ষীণ না হয় সে ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন।'
তিনি আরো বলেন, 'ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বিরাজ করছে। সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিনেও এখানে সুন্দর পরিবেশ বিরাজ করবে এবং সবাই সহযোগিতা কররে। সারা দেশে নির্বাচন নিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আগে ও পরে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষকারী সংস্থা সর্বদা প্রস্তুত থাকবে।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এনডিসি পিএসসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, র্যাব ১৪ অধিনায়ক লে. ক. মোঃ ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান প্রমুখ।
বিভাগীয় পর্যায়ের জেলা সমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
0 facebook: