28 December 2018

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত সক্রিয়, সতর্কতা জারি

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে
ইতোমধ্যে সতর্কতা জারি করেছে দেশটির সরকারগত সপ্তাহে এই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট সুনামিতে এখন পর্যন্ত ৪৩০ জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন ১৫৯ জন

দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ সংস্থা বৃহস্পতিবার জানায়, ক্রাকাউয়ের আগ্নেয়গিরি পরিস্থিতিতে ৩ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে যা সর্বোচ্চ মাত্রা থেকে এক কমএর নিকটবর্তী বিমান চলাচলের পথও পরিবর্তন করতে বলা হয়েছেশনিবার উপকূলীয় শহর সুমাত্রা এবং জাভায় পর পর দুটি ঢেউ আঘাত হানেপ্রথম ঢেউ অতটা শক্তিশালী না হলেও দ্বিতীয় ঢেউটি ছিল ভয়াবহ

আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণেই এই সুনামির উৎপত্তিএর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। খবরঃ আলজাজিরা।  


শেয়ার করুন

0 facebook: