28 December 2018

আরব আমিরাতের পর সিরিয়ায় দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন


আন্তর্জাতিক ডেস্কঃ আরব দেশগুলো দীর্ঘ বিরতির পর সিরিয়ায় আবার তাদের কূটনৈতিক তৎপরতা শুরু করতে যাচ্ছে২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সংঘাত শুরু হওয়ার পর এসব দেশ সিরিয়ায় তাদের কূটনৈতিক কার্যক্রম স্থগিত রেখেছিল

গতকাল সংযুক্ত আরব আমিরাত সিরিয়ায় দূতাবাস কার্যক্রম পুনরায় চালু করার পর বাহরাইনও অচিরেই একই কাজ করবে বলে ঘোষণা করেছে।  বাহরাইনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছে, আগামী সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে নিজের কূটনৈতিক মিশনের কার্যক্রম আবার শুরু করবে বাহরাইনসিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার এক বছর পর ২০১২ সালের মার্চ মাসে দামেস্কে নিজের দূতাবাস বন্ধ করে সেখান থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছিল বাহরাইন

গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত দামেস্কে আনুষ্ঠানিকভাবে নিজের দূতাবাসের কার্যক্রম শুরু করেছেএ সম্পর্কে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত যে বন্ধুপ্রতীম দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় আগ্রহী সেকথা দূতাবাস চালু করার মাধ্যমে প্রমাণিত হলো


শেয়ার করুন

0 facebook: