|  | 
| ছবিঃ সংগৃহীত | 
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে পর্যটকবাহী বাসে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। গিজা পিরামিডের কাছে বোমাটি বিস্ফোরিত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মিশরের গিজা হারাম এলাকার মেরিওটিয়া সড়কে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক ও একজন স্থানীয় পর্যটক গাইড রয়েছেন। এছাড়া বাসটিতে ১৪ ভিয়েতনামি পর্যটক ছিলো বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ ঘটনার পর সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
রাস্তার পাশে একটি দেয়ালের আড়ালে বোমটি লুকানো ছিল। পর্যটকবাহী বাসটি ওই দেয়ালের পাশ দিয়ে অতিক্রম করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
 খবর বিভাগঃ
          
আন্তর্জাতিক
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 facebook: