![]() |
জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা মেহেরুন্নেছার (৪৭) মৃত্যু হয়েছে।বুধবার (৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেরুন্নেছা শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে বাবার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান।
বেড়ানো শেষে দুপুরে তার ছেলে ছামী আহমেদের সঙ্গে তিনি মোটরসাইকেলে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। তারা কলিমনগর এলাকায় পৌঁছালে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় মৃত ঘোষণা করেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: