10 January 2019

বছরজুড়ে ক্রসফাযারে নিহত ৪৬৬ ও ধর্ষণ ৭৩২ জনঃ (আসক)


স্বদেশবার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বালাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৮ আইন ও সালিশকেন্দ্র (আসক)-র পর্যবেক্ষণশীর্ষক এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত বছরগুলোর মতো ২০১৮ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক

ছরজুড়ে ক্রসফাযারে নিহত হয়েছে ৪৬৬ জনএরমধ্যে মে থেকে ডিসেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ২৯২ জন নিহত হয়আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, নিখোঁজ ও গুমের শিকার হয়েছে ৩৪ জনএ থেকে পরবর্তী সময়ে ১৯ জনের সন্ধান পাওয়া গেলেও তাদের অধিকাংশ বিভিন্ন মামলায় আটক আছে

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৮ সালে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৭৩২ জন নারীএরমধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৬৩ জন ও আত্মহত্যা করেছেন ৭ জন


শেয়ার করুন

0 facebook: